গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলের ক্ষেত ও আবাদী জমি

স্টাফ রিপোর্টার, গঙ্গাচড়া (রংপুর:
গত কয়েকদিনের অব্যাহত ভাঙ্গনে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হয়েছে ৩৫ একর জমির আমন ধান খেত।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় গত কয়েকদিনের অব্যাহত ভাঙ্গনের ফলে ইতিমধ্যে ঔ এলাকার খাজের আলীর দেড় একর ,সুলতান মেম্বারের ২ একর ,মশিয়রের ৩ একর, ইয়াসিনের দেড় একরসহ অনেকের প্রায় ৩৫ একর জমির আমন খেত তিস্তায় বিলীন হয়ে গেছে। ।
সেই সাথে আবাদী জমিও তিস্তায় গেছে অনেকের। অনেকে ধান কেটে বাজারে খড় হিসেবে বিক্রি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিস্তার পানি কমার সাথে সাথে শংকরদহ এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। তিস্তায় বিলীন হচ্ছে আমন খেত।
সংশ্লিষ্ঠ এলাকার ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, কয়েকদিনের ভাঙ্গনে প্রায় ৩৫ একর জমির আমন খেত নদীতে গেছে। কৃষকদের অবস্থা করুন।
লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, অনেকদিন ধরে একটি বেড়ি বাঁধের জন্য আবেদন করে আসছি। আজকে ওই এলাকায় বাঁধ হলে আমন খেত ও ঘরবাড়ি ভাঙ্গতো না।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ভাঙ্গনেতো আমাদের করার কিছু নেই।