গঙ্গাচড়ায় নিখোঁজের তিনদিন পর ৩ স্কুল ছাত্রী ও গৃৃহবধু উদ্ধার
স্টাফ রিপোর্টার, গঙ্গাচড়া(রংংপুর)):- গঙ্গাচড়ায় নিখোঁজের তিনদিন পর তিন স্কুল ছাত্রী ও গৃৃহবধুকে উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পলিশ সুত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নিখোজ হওয়া নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের পাইকার পাড়া গ্রামের তিন স্কুল ছাত্রী ও একজন গৃহবধু নিখোঁজ হয়। এ ব্যাপারে এক অভিভাবক ১৬ সেপ্টেম্বর রাতে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ দুই স্কুল ছাত্রীকে ১৭ সেপ্টেম্বর নীলফামারী এবং এক স্কুল ছাত্রী ও গৃহবধুকে ১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে উদ্ধার করে।
এ ব্যপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ উদ্ধার কাজ শূরু করে। প্রযুক্তির মাধ্যমে শূক্রবার রাতে নীলফামারী জেলার রনচন্ডী গ্রামের এক যুবকের বাড়ি থেকে দুই ছাত্রী এবং ১৮ সেপ্টেম্বর ঢাকার হেমায়েতপুুর থেকে অপর স্কুুল ছাত্রী ও গৃহবধু ময়নাকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান উদ্ধারকৃত দুই ছাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই যে, গৃহবধূু ময়না তাদেরকে ঢাকায় গার্মেন্টস এ কাজ দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এক ব্যক্তি বিষয়টি জানতে পেরে দুই ছাত্রীকে বুঝিয়ে তার নিজ বাড়ি রনচন্ডী গ্রামে নিয়ে যায়। অপর ছাত্রী ও গৃহবধু ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গৃহবধু ময়না ও স্কুল ছাত্রীকে ঢাকার হেমায়েতপুুর থেকে শনিবার(১৮ সেপ্টেম্বর) উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আরো জানান, তাদেরকে ঢাকায় গার্মেণ্টসে কাজ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি পাচার কিংবা অন্য উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এ ব্যাপারে আরো তদন্ত করা হবে। তাছাড়া গৃহবধূ ময়না ছাড়াও অন্য কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।