গঙ্গাচড়ায় বন্যার্ত এবং পানিবন্দি লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার.গঙ্গাচড়া(রংপুর)
গঙ্গাচড়ায় বন্যার্ত এবং পানিবন্দি মানুষেরমাঝে শনিবার প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ করা হয়। উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পশ্চিমইচলি এলাকার ১৫০ টি বন্যাকবলিত এবং পানিবন্দি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রান বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, লক্ষিটারী ই্উনিয়ন পরিষদ চেয়য়ারম্যান আব্দুুল্লা আল হাদী প্রমুখ। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল,এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিনি,এক কেজি মুড়ি, ২০০ গ্রাম সেমাই, খাবার স্যালাইন ৫টি এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১০টি।