
প্রতিনিধি : ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে রংপুরের তারাগঞ্জ উপজেলা। বুধবার আশ্রয়ণ – ২ প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর হস্তান্তরের পরই তারাগঞ্জ উপজেলাকে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে এ উপজেলায় ৪০৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নিজস্ব ঠিকানা প্রদান করা হয়। ৩য় পর্যায়ে এ উপজেলায় ৯৮ পরিবারকে নিজস্ব ঠিকানা প্রদানের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
বুধবার সারাদেশের ন্যায় তারাগঞ্জ উপজেলায় একযোগে গৃহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ উপজেলায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ভৃমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করবেন রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন।
আরো উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যানদ্বয়, পাঁচ ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।