চলতি আমন মৌসুমে আকাশের ভারী বৃষ্টির দেখা নেই,অত্যাধুনিক যুগেও তারাগঞ্জের কৃষক ছেউতি দিয়ে পানি ছেকে আমনের চারা রোপন করছেন

তারার আলো খবরঃ বর্তমান এই অত্যাধুনিক যুগে এবার আমন ধানের চারা জমিতে লাগাতে বিলুপ্ত হওয়ার পথে সেই ছেউতি দিয়ে এক কৃষকের জমিতে পানি ছেকিয়ে দেয়ার দৃশ্য চোখে পড়েছে। প্রায় ৩০ বছর আগের এই ছেউতির প্রচলন বর্তমান বিলুপ্তের পথে। বর্ষার এই ভরা মৌসুমে জলবায়ুর বিরুপ প্রভাবে ভারী বৃষ্টির দেখা মিলছে না। এতে করে তারাগঞ্জ উপজেলার কৃষকের মধ্যে অনেকেই বাধ্য হয়ে শ্যালো মেশিন কিংবা মর্টারের মাধ্যমে সেচের পানি দিয়ে জমি তৈরী করে আমনের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও জমি তৈরী করে আমনের চারা লাগাতে কৃষক কিংবা বর্গা চাষীদের অনেকেই ছেউতি দিয়ে জমিতে পানি দিচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে এমনই দৃশ্য দেখা গেছে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুরের বর্গা চাষী যাদু মিয়ার বর্গা নেয়া জমিতে। এসময় যাদু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন প্রায় ২০-২৫ বছর আগোত বর্ষায় আকাশোত মেঘ নাগিলেই বৃষ্টি হছিলো। কিন্তুক এখন আকাশোত মেঘ ঘোরা ঘুরি করি বেড়ায় তবু বৃষ্টি হয় না। আবহাওয়া এখন পাল্টি গেইছে। ঘনিরামপুরের ব্রাদার্স কোল্ড ষ্টোরেজ এর মালিক একরামুলের কাছ থাকি ৫০ শতক জমি বর্গা নিয়া পাট লাগাইছিনু। আকাশের বৃষ্টি নাই, আমন ধানের চারা নাগাইতে দেরী হয়ছে। এই জৈন্যে এলাকার ছয়-সাত জন স্যালো মেশিনওয়ালার কাছোত গেছিনু, সবারে মেশিন বেলে খারাপ হইছে। তাই আজ দুইজন কামলা(দিনমজুর) নিয়া ছেউতি দিয়া জমিত পানি ছ্যাইকপার নাগে দিছুং। এই জমি তৈয়ার করি আমন ধানের চারা নাগাইম। শুধু জাদু মিয়া নয়, কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের কৃষক মশিয়ার রহমান, আলমপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের কৃষক নারায়ন চন্দ্র সেন, ইকরচালি ইউনিয়নের বাছুরবান্ধা গ্রামের কৃষক রবিন্দ্র নাথ হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাঁজ গ্রামের আবু তাহেরসহ বেশ কয়েকজন কৃষক জানান, বর্ষার ভরা মৌসুমে অনাবৃষ্টির কারনে উঁচু জমিগুলোতে যেখানে মর্টার কিংবা স্যালো মেশিনের পাইপ স্থাপন নেই, ওই জমিগুলোতে এবারে ছেউতি দিয়ে পানি ছেকে আমনের চারা লাগানো হয়েছে। এদিকে বৃষ্টির অভাবে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আমন চাষীদের মধ্যে অনেকেই।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলায় প্রতি বছর আমন মৌসুমে কৃষকেরা প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমন ধান লাগিয়ে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম বলেন, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ১৫ই আগষ্ট পর্যন্ত আমন ধানের চারা লাগানোর উপযুক্ত সময়। বর্ষার এই সময়ে ভারী বৃষ্টিপাত না থাকায় অনেক কৃষক তাদের জমিতে সেচ যন্ত্র শ্যালো মেশিন, মর্টার স্থাপন করে জমিতে সেচ দিয়ে তৈরীর পর আমনের চারা রোপন করছেন।