নীলফামারী
চাঁদখানায় এক কৃষকের চারটি গরু চুরি
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামে শুক্রবার রাতে এক কৃষকের ৪ টি গরু চুরি গেছে। ফলে এলাকাবাসী গরু চুরির আতঙ্কে রয়েছে।
চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের সামছুল হকের ছেলে মিঠু মিয়া জানান, রাতে গোয়ালে দুটি হালের বলদ ও দুটি এড়েঁ গরু রাখেন। শুক্রবার সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা কাঁটা রয়েছে। গোয়ালে গিয়ে দেখি গরু চারটি নেই। গরু ৪টির আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। ওই গ্রামের কৃষকরা গরু চুরির ভয়ে আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে ওই কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, গরু চুরির খবর পেয়ে ওই কৃষকের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। চুরির বিষয়ে তদন্ত চলছে।