চারদিনে কিশোরগঞ্জের চাঁদখানা,মাগুড়াসহ তিন ইউনিয়নে তিন জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলায় গত চারদিনে পৃথক ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল তিনটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মঙ্গলবার পার্শ্ববতী একটি বাশঁঝাড়ে জুয়া খেলতে যায়। এসময় জুয়ারীদের থেকে একজন হঠাৎ বলে উঠে পুলিশ এসেছে । জুয়ারীরা ভোদৌড় দিয়ে যে যার মত পালিয়ে যায়। কিন্তু আলফাজ আর বাড়ী ফিরেনি। পরদিন বুধবার কফিলের দোলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিল।
এদিকে পুটিমারী ইউনিয়নের কালীকাপুর চৌধুরী বাজারের নালাউ মামুদের ছেলে ময়নুল হোসেন (২৮) বুধবার চাঁড়ালকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইলিয়াস আলী (২১)সোমবার বৃষ্টিপাতের সময় দোলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল তিনটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।