চিঠিপত্র: কাঙ্খিত মানসম্মত প্রাথমিক শিক্ষা শিক্ষকরাই উপহার দেবেন
সারা দেশে ৬৫৫৯৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা ৪ লাখের মতো। এতো বড় জনবলকে একটি সঠিক ধারায় নিয়ে আসতে হিমশিম খাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিশেষ করে পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড. বদলি নীতিমালা এবং বেতন গ্রেডের বৈষম্যসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে চরম হতাশা কাজ করে।
শতভাগ বিভাগীয় পদোন্নতির জন্য দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকরা দাবি জানিয়ে আসছেন। বিগত দিনে একাধিকবার ভার্চুয়াল এবং সরাসরি আলোচনার মাধ্যমে সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতি দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
লক্ষ লক্ষ শিক্ষক সেই আশা বুকের মধ্যে লালন করে আসছিলেন। কিন্তু ১১-১০-২০২২ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক যুগ্ম- সচিব পরিচালক মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠিতে ৬৫ শতাংশ বিভাগীয় পদোন্নতি দেওয়া হবে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ সংবলিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরকম একটি চিঠি লাখ লাখ শিক্ষকের স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে। চরম হতাশার জন্ম দিয়েছে। শিক্ষকদের কল্যাণে প্রতিটি পদক্ষেপ মুখ থুবড়ে পড়লে শিক্ষকরা নিজেরাই স্বপ্ন দেখতে ভুলে যাবে।
আর শিক্ষকরা স্বপ্ন দেখতে ভুলে গেলে শিক্ষার্থীদের কীভাবে উন্নত স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করবেন? একজন শিক্ষক হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয়ে নিবেদন করছি যে, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিন। তাহলে কাঙ্খিত মানসম্মত প্রাথমিক শিক্ষা শিক্ষকরাই উপহার দেবেন।
মো. জামিল বাসার (শিক্ষক)