কুড়িগ্রাম
চিলমারীতে মাদক সেবনের দায়ে আটক-১

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে মানিক মিয়া (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বুরুজের পাড় এলাকা থেকেতাকে আটক করা হয়। আটক মানিক মিয়া ওই এলাকার নজির হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বুরুজের পাড় এলাকা থেকে মাদক সেবনের সময় মানিক মিয়াকে আটক করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটক মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।