রংপুর

ছাতার কারিগরদের কদর বেড়েছে

কমল কান্ত রায়, গঙ্গাচড়াঃ- এখনবর্ষাকাল। ছাতার ব্যবহার কম-বেশী সব পরিবারে লক্ষ্য করা যায়। বেড়ে যায় ছাতার চাহিদা। এসময় ছাতা কেনার ধুম পড়ে যায়। হাট-বাজারে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়।

এই সুযোগকে কাজে লাগাতে বর্ষাকালেই ছাতার কারিগরদের আনাগোনা বেড়ে যায়। হাক ডেকে শুরু হয় তাদের পথচলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কাজ। নতুন ছাতা বিক্রি আর পুরাতন ছাতা মেরামত করাই তাদের কাজ। বর্ষার সময় তারা ব্য¯ত সময় কাটায়। সম্প্রতি কথা হয় এমনি একজন ছাতার কারিগর সাইয়েদ খাঁর সাথে। বয়স হবে ৬২ বছর। আর ৪০ বছর ধরে ছাতার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। বাড়ি উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের মনাকষা জগারঝাড় এলাকায় । বসতবাড়ি ছাড়া তার জমাজমি নেই। ২ ছেলে ১ মেয়ে। বিয়ে দিয়েছেন। তিনি জানান, প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রোজগার হয়। এ দিয়েই কোন রকমে সংসার চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button