ছাত্রলীগ কুর্শা ইউনিয়ন শাখার আয়োজনে বৃক্ষরোপণ এর উদ্বোধন

তারার আলো খবর: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন শাখার আয়োজনে গত মঙ্গলবার তারাগঞ্জ চৌপথী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রংপুর-২(তারাগঞ্জ বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক এর বরাদ্দকৃত চারা দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহম্মেদ, তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আফজালুল হক সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়লা সরকার,সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান হাসান শাকিল,কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিস রহমান, ছাত্রলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজা মন্ডল, সাধারণ সম্পাদক আবু বারেক পিয়েল, কুর্শা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি আহসান হাবিব শিমুল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান বিষাদ প্রমুখ।