জাতীয়
জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

তারার আলো অনলাইন ডেস্ক:-জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে দলটির নতুন মহাসচিব করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের চুন্নুকে নতুন মহাসচিব ঘোষণা করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া সহ জাপা’র একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা নতুন মহাসচিবের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ার পর এ পদে অনেক আলোচনা সমলোচনার পর অবশেষে মুজিবুল হক চুন্নু মহাসচিবের দায়িত্ব পেলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।