রংপুর

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তারাগঞ্জে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

তারার আলো খবর : জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ এরিয়া অফিসের অধীনস্থ কুর্শা শাখা অফিসে এ চারা বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংক তারাগঞ্জ এরিয়া অফিস সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে গ্রামীণ ব্যাংকের তারাগঞ্জ এরিয়া অফিসে মোট ১ লক্ষ ৭২ হাজার ২৯৯টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। তারাগঞ্জ এরিয়া অফিসের অধীনে ১২টি শাখার প্রত্যেক সদস্যকে দিবসটি উপলক্ষ্যে ২টি করে গাছের চারা দেওয়া হয়েছে। রবিবার কুর্শা শাখা অফিসের আয়োজনে অফিস চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মোঃ লিয়াকত আলী, এরিয়া ম্যানেজার মোছাঃ আন্জুআরা বেগম, কুর্শা শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button