রংপুরস্থানীয়

জানুয়ারীতে শ্রেষ্ঠ থানা তারাগঞ্জ, ফেব্রুয়ারীতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান তারাগঞ্জ

রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসাবে ক্রেষ্ট প্রদান করছেন। ছবি- তারার আলো’র সংগৃহীত।

তারার আলো খবর :

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার কৃতিত্ব হিসেবে চলতি বছরের জানুয়ারিতে রংপুর জেলার আওতাধীন তারাগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতির পর ফেব্রুয়ারিতে শ্রেষ্ঠ হয়েছেন তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।

সেই সাথে জেলার শ্রেষ্ঠ বীট অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন তারাগঞ্জ থানার এসআই(নিরস্ত্র) তোহাকুল ইসলাম তোহা এবং জেলার শ্রেষ্ঠ এএসআই ও দ্বিতীয় ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন তারাগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) শাহান শাহ্ । এ যেন আমাদের তারাগঞ্জের জয় জয় কার।

জানা গেছে, রংপুর জেলা পুলিশের আয়োজনে ১৫ মার্চ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে ফেব্রুয়ারি মাসের রংপুর জেলার আইন শৃঙ্খলা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে অপরাধ দমনে বিশেষ ভ‚মিকা রাখায় এবং প্রশংসনীয় বিভিন্ন কাজে অবদান রাখায় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়। এসময় তাকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী।

এর আগে গত জানুয়ারি মাসের জেলা আইন শৃঙ্খলা সভায় আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় তারাগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত আইন শৃঙ্খলা সভায় ক্রাইম কনফারেন্সে রংপুর জেলার শ্রেষ্ঠ বীট পুলিশ অফিসার হিসেবে প্রথম হয়েছেন তারাগঞ্জ থানার হাড়িয়ারকুঠি ইউনিয়ন বীট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) তোহাকুল ইসলাম তোহা। তোহাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

এছাড়াও জেলার ওই আইন শৃঙ্খলা সভায় রংপুর জেলার শ্রেষ্ঠ এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং জেলার ওয়ারেন্ট তামিলকারী হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তারাগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শাহান শাহ্। এএসআই শাহান শাহ্র হাতে ওই দুই পুরস্কার তুলে দেন এসপি ফেরদৌস।

এদিকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ার পর তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তারার আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারাগঞ্জ থানায় আমি প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করি ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর।

দেড় বছরেরও বেশি সময় এখানে দায়িত্ব পালনের পর ২০১৪ সালের ১২ জুন আমি বদলী জনিত কারণে অন্য থানার দায়িত্বে যাই।

এরপর বিভিন্ন থানায় কাজ করার পর রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত দায়িত্ব পাই। রংপুর কোতয়ালী থানায় দায়িত্ব পালন কালেও কয়েকবার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মাননা সহ বেশ কয়েকটি সম্মাননা স্মারক অর্জন করি। সর্বশেষ ২০২২ সালের ২৩ অক্টোবর দ্বিতীয়বার তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করি।

তিনি আরো বলেন, আমি দ্বিতীয়বার তারাগঞ্জ থানার দায়িত্ব গ্রহণের পর এই থানার আইন শৃঙ্খলার চিত্র আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। আমি এখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্প ডেস্ক স্থাপন করেছি। গ্রাম পর্যায়ের নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে একাধিক মতবিনিময় করেছি, তাদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালিয়েছি এবং চালাচ্ছি।

কোন নারী ও শিশু নির্যাতিত হলে যাতে খুব দ্রæত আইনের সহযোগিতা নিতে পারে সে বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তারাগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ ও একাধিক উঠান বৈঠক অব্যাহত রেখেছি।

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং রাস্তা-ঘাটে শিক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের প্রতিরোধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি নিজে ও আমার এই থানার অফিসারদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও তাদের সাথে প্রতি মাসে অন্তত একবার মতবিনিময় করার নির্দেশনা দিয়েছি। যা অব্যাহত রয়েছে।

ওসি মোস্তাফিজুর একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, আমি যখন এই থানার দায়িত্বে আসি তখন এখানে চোরের উপদ্রব ব্যাপক ভাবে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর কঠোরভাবে নজরদারী রাখায় এখন চোরের উপদ্রব একেবারেই নেই। তবে এসবই সম্ভব হয়েছে তারাগঞ্জ থানার সর্বস্তরের মানুষের সহযোগিতায়।

বিশেষ করে এই থানায় কর্মরত এসআই, এএসআই থেকে শুরু করে গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্যদের সহযোগিতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি বলেই এই সকল অপরাধ দমন করতে পেরেছি।

আশা রাখি আগামীতেও সকলের সহযোগিতায় অপরাধ দমনের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button