
তারার আলো অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
বিদিশা বলেন, ‘আমাকে ঘিরে দলে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমি এই সফরে এসেছি।
এর আগে শনিবার দুপুরে একদিনের সফরে সিলেটে যান বিদিশা এরশাদ। বিকেলে হযরত শাহপরাণের (র.) এর মাজার জিয়ারত করেন। তিনি মাজারের মহিলা এবাদতখানায় জোহরের নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত ও সিরনি বিতরণ করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। শেষে রাতের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে আসেন। তার সফর ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। সিলেট সফরকালে এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক/ তারার আলো