জামায়াতের রংপুর কোতয়ালি থানা আমীর ও সা. সম্পাদকসহ ১০ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার,রংপুর:
রংপুর নগরীতে জামায়াতে ইসলামীর কোতয়ালি থানার আমীর ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহানত হোসেনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর বাবুখা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আমীর ও সাধারণ সম্পাদক ছাড়া বাকীরা রংপুর জেলা জামায়াতের বিভিন্ন পদে ছিল বলে পুলিশ জানান।
গ্রেফতার কৃতরা হলেন, জামায়াতে ইসলামীর কোতয়ালী থানা আমীর ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারী শাহানত মিয়া (৪৫),কর্মপরিষদ সদস্য, লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮),মাহমুদুর রহমান (৬০), ওয়ায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬), জাহাঙ্গীর আলম (৫০)।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার লোকমান হোসেনের বাড়িতে গোপন বৈঠকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ করার প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।
পরে বিশেষ ক্ষমতা আইনে সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।