জাতীয়

জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে রাষ্ট্রপতি

তারার আলো অনলাইন ডেস্ক :- জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোম্বর পর্যন্ত তিনি জার্মানি সফর করবেন।

পরে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল যেসব কর্মকর্ত-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বিমানবন্দেরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গত বৃহস্পতিবার জানান, ৯ অক্টোম্বর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিদেশগমন উপলক্ষে গত (বৃহস্পতিবার) সকাল থেকে বিমানবন্দেরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ৩৮০ জনের নমুনা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button