
তারার আলো খবর :
তারাগঞ্জ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হওয়ার খুশিতে তারাগঞ্জ উপজেলার পক্ষ থেকে রংপুরের জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার সারাদেশে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভার্চুয়ালি ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী।
এসময় সারাদেশের ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে ঘোষণা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলার নাম। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে তারাগঞ্জ উপজেলায় উপস্থিত হয়ে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
অনুষ্ঠান শেষে রংপুরে ফেরার মুহুর্তে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তারাগঞ্জ উপজেলার পক্ষে জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট,
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নীল রতন দেব, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ নোমান, পিআইও প্রকৌশলী আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি মাহমুদুল হক প্রমুখ।