ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) ও সৈয়দপুর ক্যান্টঃ বোর্ড উচ্চ বিদ্যালয়ের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবার চুক্তি সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ও আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল ব্যাংকিং সেবা ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই চুক্তি সম্পাদন হয়।
এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ট্টাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) রংপুরের রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আয়াজ আহম্মেদ সিদ্দিক, এরিয়া ম্যানেজার মো. মাহমুদ আল আইয়ুবী, টেরিটরি ম্যানেজার মো. জাকির হোসেন,নীলফামারী জেলার ডিস্ট্রিবিউশন হাউজ মেসার্স বানিউল ট্রেডিংয়ের স্বত্তাধিকারী মো. সাখাওয়াৎ হোসেন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম শেখ, সহকারি প্রধান শিক্ষক মো. আবুল কালাম গাজী, সহকারি শিক্ষক মো. রাশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আর এ চুক্তি সম্পাদনের মধ্যদিয়ে এখন থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সকল রকমের স্কুলের পেমেন্ট ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মাধ্যমে গ্রহন করা হবে।