নীলফামারী

ড্রিমার্স বাংলাদেশ এর উদ্যোগে সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী): অলনাইনভিত্তিক শিক্ষামূলক সংগঠন ড্রিমার্স বাংলাদেশ এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে প্রজেক্ট স্বপ্ন আঁকি এক দশমিক শূন্য শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনু্িষ্ঠত হয়েছে।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) সৈয়দপুর উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। “বি পজেটিভ এন্ড স্প্রীড
পজেটিভিটি ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেছে ব্লুপ আইসক্রীম।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সৈয়দপুর শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন প্রতিযোগী অংশ নেয়। এতে সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সারাফ আতিকা স্মীতা প্রথম স্থান, সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিতৌশী রায় সৃষ্টি দ্বিতীয় স্থান এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন ইসলাম তৃতীয় স্থান লাভ করেছেন। ঘন্টাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল। পুরস্কার হিসেবে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বøুপ আইসক্রীমের রিজিয়ন সেলস্ ম্যানেজার (আরএসএম) মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিইও মুহাম্মদ মোকতারুল ইসলাম মীম, সহকারি পরিচালক জ্যোর্তিময় বিষ্ণু, সেক্রেটারি অব ইভেন্ট ম্যানেজমেন্ট কল্যাণ কুমার তীর্থসহ সংগঠনের অন্যান্য সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি,সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button