রংপুরস্থানীয়

তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ: তারাগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন, অফিসে তালা

তারার আলো খবর: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকায় এবং সহকর্মী ও অধীনস্থ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের অপসারণ চেয়ে তার অফিসের দরজায় তালা ঝুঁলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি ও এমএইচভি কর্মীরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় তালা লাগান বিক্ষোভকারীরা।

অভিযোগে জানা যায়, প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে চাকরি করায় বিভিন্ন অনিয়ম-দুনীতির সাথে জড়িয়ে পড়েন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম। দীর্ঘদিন একই কর্মস্থলে থেকেও স্বাস্থ্য সহকারি থেকে পদোন্নতি পেয়ে সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক হলেও অজানা কারণে কোন বদলী হয়নি তার। এতে আব্দুস সালাম অফিস ফাঁকিসহ উপজেলা স্বাস্থ্য দপ্তরে একচেটিয়া ভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমনকি তার অধীনস্থ সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি ও এমএইচভিদের উপর নানান অসদাচরণ করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে যান তার সহকর্মীরা। কিছুদিন আগে স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে গণটিকা কার্যক্রমে গুজব ছড়ানোর অভিযোগ এনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কাছে লিখিত অভিযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল।

অভিযোগ ও বিভিন্ন সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকায় খবর প্রকাশের পর রংপুর সিভিল সার্জনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২৫ সেপ্টেম্বর শনিবার তদন্তে আসেন সিভিল সার্জন হিড়ম্ব কুমার রায় সহ তদন্ত কমিটির কর্মকর্তাগণ। তদন্তকালে স্বাস্থ্য সহকারি আব্দুস ছালাম তার প্রভাব বিস্তার করে,তদন্তকালে নিজে উপস্থিত থাকে ফলে তার সামনে সাক্ষী গ্রহণ করেন চারজন স্বাস্থ্য সহকারির কাছে। এ অবস্থায় অভিযোগকারীসহ তদন্ত কমিটি বিব্রতকর অবস্থায় পড়ে। পরে আরও অন্যান্য অভিযোগকারীদের সাক্ষ্য নেয়া থেকে বিরত থেকে রংপুরে চলে যান তদন্ত কমিটি।

তদন্তকালে তদন্ত কমিটির কাছে প্রভাব খাটিয়ে নিজে উপস্থিত থাকায় অভিযোগকারীরা এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তদন্ত কমিটির কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বের হয়ে যাওয়ার পর পরেই তারা বিক্ষোভ ও মানববন্ধন করে স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের অফিস কক্ষে তালা ঝুঁলিয়ে দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামসুন্নাহার জানান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও এমএইচভিরা তার বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেছেন। রংপুর সিভিল সার্জন সহ তদন্ত কমিটি আজ শনিবার তদন্ত করতে এসেছিলেন। তদন্তের বিষয়ে কি হয়েছে না হয়েছে এ বিষয়ে আমি বলতে পারব না। তবে পরে অভিযোগকারীরা স্বাস্থ্য পরিদর্শক এর কক্ষে ঝুঁলিয়ে দিয়েছে বলে আমার অফিসের লোক মাধ্যমে শুনেছি।

এ বিষয়ে সিভিল সার্জন হিড়ম্ব কুমার রায় মোঠোফোনে বলেন, তালা লাগানোর বিষয়ে আমরা কিছু জানি না। যেহেতু তদন্তের কাজে গিয়েছিলাম, সেহেতু আমরা সবার সাথে কথা না বললেও আপাতত তদন্তের কাজ শেষ করে চলে এসেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button