তারাগঞ্জেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে

তারার আলো খবর :- তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সারাদেশ সহ রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আমিনুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনিছুর রহমান লিটন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়েজিদ বোস্তামী, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা ডা: আলী হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আফরোজ, প্রেস ক্লাব সভাপতি ও তারার আলো’র প্রকাশক ও সম্পাদক মো: খবির উদ্দিন প্রাং প্রমুখ।
সভায় বক্তারা তথ্য অধিকার বিষয়ে জনগণের মধ্যে আরও জনসচেতনা বৃদ্ধি করার আহবান জানান।