
তারার আলো খবর:-
দীর্ঘ চার বছর ধরে পলাতক থাকা অবস্থায় সন্ধান পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আব্দুল মিয়া (৩৫) কে গ্রফতার করেছে ।
শুক্রবার(২৫ মার্চ) আদালতের মাধ্যমে তাকে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, ওই কুখ্যাত ডাকাত আব্দুল মিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া গ্রামের চৈতা মামুদের ছেলে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক এলাকা থেকে আব্দুলকে আটক করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, আব্দুল মিয়া একজন অন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। চুরি-ডাকাতি ও নাশকতাসহ তার বিরুদ্ধে তারাগঞ্জ থানায়সহ অন্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
দীর্ঘ চার বছর পর সন্ধান পেয়ে আব্দুলকে আটক করে থানায় আনার পর গত শুক্রবার আদালতের মাধ্যমে তাকে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।