জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১২

স্টাফ রিপোর্টার, রংপুর:- তারাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী রংপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রমেশ চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের রমেশ চন্দ্রের সঙ্গে প্রতিবেশী শ্যামল চন্দ্র ও সুধীর চন্দ্রের ৫৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের দায়ের করা পাল্টাপাল্টি কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এরই মধ্যে রোববার বিকাল পাঁচটার দিকে জমি দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে রমেশ চন্দ্র(৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ১২জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে সংঘর্ষে রমেশ চন্দ্র নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।