তারার আলো খবর: তারাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জব্বার আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর প্রায় আড়াইটার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান ৬৭ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার পরিবার ও তার দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু ব্যবসায়িক পাটনার আলহাজ্ব আব্দুল হাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ১০জন কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়বেটিস ও কিডনী রোগে ভূগছিলেন। গত সোমবার রোগের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শুক্রবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুদেহ আনার পরে, জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে। বিষয়টি জানার পর আপনাদের জানানোর চেষ্ঠা করা হবে।
মরহুম আব্দুল জব্বার,তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ বস্তিপাড়া গ্রামের মৃত বাহান উদ্দিন সরকারের পুত্র বলে জানা গেছে।