
তারার আলো খবর:
তারাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগি, সমাজ সেবক আলহাজ্ব মো আফতাব উদ্দিন প্রামাণিক (ঝালটা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
চিকিৎসা শেষে আজ বুধবার(২৩ নভেম্বর ২০২২ইং ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সকাল ৯ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ কন্যা, নাতি,নাতনি অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামিকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
প্রথম জানাজা শেষে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজিপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পুত্র অবসরপ্রাপ্ত খাদ্য অফিসার একরামুল হক প্রামাণিক জানান।