তারার আলো খবর:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বাজারে ভোর রাতে আগুন লেগে ৪টি দোকান পুরে গেছে। গত মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রত্যক্ষদর্শিদের কাছে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় বুড়িরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীরা আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে বাচ্চা মিয়া, লিটন মিয়া, রানা মিয়ার দোকান সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আরো দুইটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার খতিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি ধারনা করেন।