
তারার আলো খবর: রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউপি চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকাল ৪টায় গণভবনে এই সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিতর্কিতরা। নৌকা পেতে কেন্দ্রমুখী দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা।
তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে অনেকেই ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল বৃহস্পতিবার চুড়ান্ত প্রার্থী ঘোষনা হওয়ার পর তারা এলাকায় ফিরবেন বলে একটি সূত্রে জানা গেছে।