তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে ডাংগীরহাট স্কুল ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া।
প্রতিয়োগিতা শেষে বিকালে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন প্রতিযোগীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উদ্বোধন ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, ডাংগীরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।