তারার আলো খবর :
রংপুরের তারাগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলরতন দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ নোমান শিমুল,
তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট প্রমুখ।