তারাগঞ্জে আজ আক্রান্ত ৪

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনা উপসর্গধারী ১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জন করোনা আক্রান্ত ও পুর্বের আক্রান্ত ৭ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় মোট করোনা উপসর্গারী ১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জন নতুন আক্রান্ত ও পর্বের আক্রান্ত ৭ জন সুস্থ হয়েছে। আক্রান্তদের সকলেই রংপুর পিসিআর ল্যাবে ও সুস্থ হওয়াদের এন্টিজেন্ট টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা করেন। আক্রান্তরা হলেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের সহকারি স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম (৫০), কুর্শা ইউনিয়নের সুফিয়া বেগম (৪২) ও রাজু সরকার (৩১) এবং সয়ার ইউনিয়নের এলাহী বাজার এলাকার সাহেবা বেগম (৫০)। আক্রান্তদের সকলকেই চিকিৎসাপত্র দিয়ে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে পুর্বের আক্রান্ত ৭ জনের নমুনা সংগ্রহ করে এন্টিজেন্ট টেস্ট ল্যাবে পাঠানো হলে তাদের করোনা নেগেটিভ আসে। তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর সাগর কুমার মহন্ত (২৮), কুর্শা ইউনিয়নের থানাপাড়া গ্রামের আয়শা সিদ্দিকা (২৬), একই ইউনিয়নের কুর্শা গ্রামের জাহিদুল ইসলাম (৫৫), পুরাতন চৌপথী এলাকার ফিরোজা বেগম (৩৫), ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি গ্রামের সাদেকা বেগম (২৪) ও ইকরচালী গ্রামের সেলিনা বেগম (৫৫) এবং সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শামসুল হুদা (৫৭)।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১২৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১৯২ জন। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৫২ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪২ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জন, ২নং কুর্শা ইউনিয়নে ১১৯ জন, ৩নং ইকরচালীতে ৩৮ জন, ৪নং হাড়িয়ারকুঠিতে ১৩ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জনে।