তারাগঞ্জে আজ আক্রান্ত-৪

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জে গত ২৪ ঘন্টায় আবারও ৪ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রবিবার করোনা ভাইরাসের লক্ষণধারী ৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠালে ৪ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে ২ নারী ও ২ পুরুষ। তারা সবাই উপজেলার কুর্শা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসকারী। তথ্য সূত্রে আরো জানা যায়, তারাগঞ্জ উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৯৯ জনের। এদের মধ্যে সর্বমোট করোনা পজেটিভ এসেছে ১১৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ২৪ জন।

আক্রান্তরা সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানা গেছে। এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় করোনা আক্্রান্ত হয়েছে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত তারাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে সর্বমোট করোনা আক্রান্তের মধ্যে আলমপুরে ৮ জন, কুর্শায় ৬৯ জন, ইকরচালীতে ২২ জন, হাড়িয়ারকুঠিতে ১০ জন এবং সয়ার ইউনিয়নে আক্রান্ত হয়েছে ৫ জন।