তারাগঞ্জে আজ করোনা আক্রান্ত ৩

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (১০ আগস্ট) করোনা উপসর্গধারী ২৪ জনের নমুনা (১৫ জন পিসিআর ল্যাব ও ৯ জন এন্টিজেন্ট ল্যাব) পরীক্ষায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার তারাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গাধারী ২৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্তরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের বেলতলী গ্রামের সখিনা বেগম (৬৫), ইকরচালী ইউনিয়নের বামনদীঘি গ্রামের মাহামুদা বেগম (৬০) ও একই পরিবারের আশরাফুল ইসলাম (২২)। আক্রান্তদের সকলকেই চিকিৎসাপত্র দিয়ে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল সোমবার ৯ নমুনা পরীক্ষায় লিমু আক্তার নামে ১ জন আক্রান্ত হয়েছে। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১৩৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২০৫ জন। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জন, ২নং কুর্শা ইউনিয়নে ১২৪ জন, ৩নং ইকরচালীতে ৪৪ জন, ৪নং হাড়িয়ারকুঠিতে ১৪ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জনে।