তারাগঞ্জে আজ ১৩ পরীক্ষায় আক্রান্ত ২

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ সোমবার (২ আগস্ট)
করোনা উপসর্গধারী ১৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত হয়েছে বলে
নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গধারী
১৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে অবস্থিত এন্টিজেন টেস্ট ল্যাবে পাঠানো হয়।
পরীক্ষার পর সেখান থেকে ২ জনের করোনা আক্রান্তের বিষয়ে নিশ্চিত করা হয়। আক্রান্ত
দুইজন হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে বসবাসরত শ্যামলী রানী
(৩৫) ও ইকরচালী ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের শাহানা আক্তার (২২)। আক্রান্তদের
চিকিৎসা পত্র দিয়ে নিজ নিজ বাসায় হোমআইসোলেশনে রাখা হয়েছে বলে
জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১২৪৭
জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১৮৭ জন।
এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৪৫ জন এবং বর্তমানে চিকিৎসাধীন
রয়েছে ৪৪ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫
জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১
জন, ২নং কুর্শা ইউনিয়নে ১১৫ জন, ৩নং ইকরচালীতে ৩৮ জন, ৪নং
হাড়িয়ারকুঠিতে ১৩ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে
১০ জনে।