তারাগঞ্জে আজ ৮ নমুনা পরীক্ষা

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ সোমবার (১৬ আগস্ট) করোনা উপসর্গধারী ৮ জনের নমুনা পরীক্ষায় কেউই আক্রান্ত হয়নি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার তারাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গারী ৮ জনের নমুনা সংগ্রহ করে এন্টিজেন্ট টেস্ট ল্যাবে পাঠালে পরীক্ষায় প্রত্যেকেরই করোনা নেগেটিভ আসে। তাই উপসর্গ থাকলেও কেউই করোনা আক্রান্ত নয় বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অপরদিকে গত রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় তারাগঞ্জ উপজেলায় কোন নমুনা সংগ্রহ হয়নি বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১৩৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২০৮ জন। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৪ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জন, ২নং কুর্শা ইউনিয়নে ১২৫ জন, ৩নং ইকরচালীতে ৪৪ জন, ৪নং হাড়িয়ারকুঠিতে ১৪ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১ জনে।