
তারার আলো খবর : চলতি মৌসুমে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তারাগঞ্জ উপজেলার কৃষকদের। আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকও এখনো অর্জিত হয়নি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার নয় হাজার নয়শত ৪২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার (৩ আগষ্ট) পর্যন্ত কৃষকেরা শতকরা ৪৫ ভাগ অর্থাৎ চার হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। গত বছরগুলোতে দেখা গেছে, মৌসুমের এই সময়টাতে আমনের চারা লাগানো প্রায় শেষ হয়ে যেত। এ বছর বৃষ্টিপাত না হওয়ায় চারা রোপণে দেরি হচ্ছে বলে কৃষি বিভাগ জানান।
বিনা সেচে আমন ধান চাষ করে লাভের স্বপ্ন দেখা কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে অপর্যাপ্ত বৃষ্টি। অনেক জমিতে তাঁরা এখনো আমন ধানের চারা রোপণ করতে পারেননি। প্রচন্ড গরমে জমি শুকিয়ে গিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকে শ্যালো মেশিন সহ বিভিন্ন সম্পুরক মাধ্যমে সেচ দিয়ে আমন চারা রোপন করছেন। কিন্তু সম্পুরক সেচ দিয়ে লাগানো আমন ধানের চারাগুলো শুকিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসুম জানান, প্রয়োজনীয় বৃষ্টিপাত না থাকায় আমন চাষে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে আমরা কৃষকদের সম্পুরক সেচের মাধ্যমে জমিতে আমন চারা রোপনের পরামর্শ দিচ্ছি। সম্পুরক সেচের মাধ্যমে দ্রুত গতিতে চারা লাগানোর কাজ চলছে। আশাকরি আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।
