
তারার আলো খবর :
রংপুরের তারাগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ নোমান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নীল রতন দেব, কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ।