
দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : শীতকালের ঘন কুয়াশা ঘেরা আবহাওয়ার ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতদরিদ্র ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায় বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্পে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মোঃ জাহিদুর রহমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে সয়ার ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে সয়ার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দূরবর্তী ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্পে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও পরিবার পরিকল্পনা বিষয়ে অবহিতকরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি
ও সয়ার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মোঃ জাহিদুর রহমান।
এসময় তিনি শিশু ও বৃদ্ধসহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করেন এবং সেই সাথে দপ্ততিদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং উপকরণ বিতরণ করেন।
এসময় তাকে পাশে থেকে সহায়তা করেনপরিবার পরিকল্পনা পরিদর্শক শাহরিয়ার আমীন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী উন্নয়ন কর্মী আয়শা সিদ্দিকা খানম, স্বেচ্ছাসবেক সাদেকুল ইসলাম প্রমুখ।