
তারার আলো খবর:
শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর জেলা পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাছাই পর্ব রংপুরের তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়।
বুধবার দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে ইউনিয়ন পর্যায়ের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া।
সকাল ১১টায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনীর পর দিন ব্যাপী তারাগঞ্জ ও/এ সরকারি মহাবিদ্যালয় মাঠ এবং তারাগঞ্জ ও/এ বালিকা বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
ইউএনও মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রাসেল)সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর রহমান প্রমুখ।