তারাগঞ্জে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পের জন্য রক্ষা

তারার আলো খবর:-
তারাগঞ্জে এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার তারাগঞ্জ হাটবাজারে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ১১ অক্টোবর সকাল (সোমবার) হাট-বাজারের গরুহাটি সংলগ্ন তারাগঞ্জ-কিশোরগঞ্জ রোডের পাশে মিনাল কান্তি রায় এর চায়ের দোকানে চো বিক্রি চলছিলো। ওই দিন বেলা ১১টায় তার চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার লিক (ছিদ্র)হয়ে গ্যাস বের হতে থাকে। এ সময় চুলার আগুন গ্যাস সিলিন্ডারে ধরিয়ে আগুনের গতি বৃদ্ধি পেতে থাকে। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উদ্ধারকর্মীরা ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
তারাগঞ্জ হাটবাজার বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আপানসহ একাধিক ব্যবসায়ী জানান, খবর পেয়ে সঠিক সময়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। এতে আমরা হাটবাজারের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।
এছাড়াও মাসুদ হোটেলের মালিক মনির চৌধুরী জানান, ভাই আমরা তারাগঞ্জের ব্যবসায়ীরা আজ অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পেলাম। যেভাবে গ্যাস সিলিন্ডারের আগুন বের হতে শুরু হয়েছিল,তাতে আমাদের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আল্লাহর কাছে হাজার হাজার শোকরিয়া আমাদের রক্ষা করেছেন।