স্থানীয়
তারাগঞ্জে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনসাধারণের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনাল এজেন্সী’র (জাইকা) সহায়তায় ও উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটির বাস্তাবায়ন করেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তর। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির ইকবাল প্রমুখ।