তারাগঞ্জে কারেন্ট জাল জব্দ ৩ ব্যবসায়ীর জরিমানা

গুদামে মজুদকৃত কারেন্ট(ফাইল ছবি)
তারার আলো খবর:- রংপুরের তারাগঞ্জ বাজারে অভিযান কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় আইন ভঙ্গ করে এসব জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার(২৯সেপ্টেম্বর) বিকালে তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। ।
অভিযানের সময় বেশ কয়েকটি দোকান থেকে কারেন্ট জাল মজুদকারী পালিয়ে গেলেও সেখান থেকে ১০০টি কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইসয়াসমিন বলেন, মৎস্য সংরক্ষন আইন ভঙ্গ করে নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ ও বিক্রির দায়ে ৩ জন ব্যবসায়ী সাজু ভ্যারাটিষ্ট স্টোরের মালিককে ৩ হাজার, জাকিয়া রহমানকে ৫ হাজার ও এনামূল হককে ৫০০ টাকা অর্থদন্ড করেছেন বলে জানিয়েছেন।