স্থানীয়

তারাগঞ্জে কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বজু মিয়ার দুই সন্তানসহ আক্রান্ত ৪

তারার আলো খবর : গত বুধবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী
ইউনিয়নের বামনদীঘি এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাহবুবার
রহমান বজু মিয়ার দুই সন্তানসহ আজ রবিবার (৮ আগস্ট) করোনা উপসর্গধারী ১৩
জনের নমুনা পরীক্ষায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার ইকরচালী ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান লিংকনের চাচা বামনদীঘি এলাকার বিশিষ্ট
মৎস্যচাষী মাহবুবার রহমান বজু মিয়া করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তবে
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এন্টিজেন্ট টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও তার
করোনা সনাক্ত হয়নি। বজু মিয়া মারা যাওয়ার ৩ দিন আগে গত রবিবার তার মা
করোনা উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। আজ রবিবার
বজু মিয়ার দুই শিশু সন্তানসহ তারাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গারী ১৩ জনের
নমুনা পরীক্ষায় ৪ জন আক্রান্ত করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত
হলেন বজু মিয়ার দুই সন্তান বিনতী (১৪) ও শাওম (১২), কুর্শা ইউনিয়নের আলেজা
বেগম (৬০) এবং হাড়িয়ারকুঠি ইউনিয়নের আব্দুস সাত্তার (৭০)। আক্রান্তদের
সকলকেই চিকিৎসাপত্র দিয়ে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য দপ্তর আরো জানায়, এপর্যন্ত তারাগঞ্জ উপজেলায় সর্বমোট ১৩১১
জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২০১ জন।
এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং বর্তমানে চিকিৎসাধীন
রয়েছে ৪৯ জন। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫
জনের।
এখন পর্যন্ত উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১
জন, ২নং কুর্শা ইউনিয়নে ১২৩ জন, ৩নং ইকরচালীতে ৪২ জন, ৪নং
হাড়িয়ারকুঠিতে ১৪ জন এবং ৫নং সয়ার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে
১১ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button