
তারার আলো খবর : সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। গত ৭ আগস্ট দেশব্যাপী গণটিকার প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় তারাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ৩ হাজার মানুষকে নিয়ে আসা হয় এ টিকার আওতায়।
নিয়ম অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণের এক মাস পর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করতে হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার বলেন, গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রমে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছে তাদের ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়। প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহীতারা টিকা কার্ড সঙ্গে নিয়ে স্ব স্ব ইউনিয়নের টিকা কেন্দ্রে ২য় ডোজের টিকা নিতে আসে। ভ্যাকসিন প্রদানকারী কর্মীরা আন্তরিকতার সাথে সকলকে ভ্যাকসিন প্রদান করেছে।