
তারার আলো খবর :
জাতীয় গণহত্যা দিবস বা ২৫ মার্চ কালরাত্রী উপলক্ষে রংপুরের তারাগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ নোমান শিমুল, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসির ইকবাল প্রমুখ।