
তারার আলো খবর: তারাগঞ্জে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড এর তারাগঞ্জ টেরিটরি পয়েন্ট অফিসের তালা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় আড়াই লাখ টাকার মেরিস সিগারেট চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানাগেছে, তারাগঞ্জ বাজার ব্যবসায়ী লোকনাথ ভান্ডারের মালিক পরেশ সাহা রিম্ফল থানাপাড়া এলাকার নূরুল মাষ্টার বাসা ভাড়া নিয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তারাগঞ্জ টেরিটরি পয়েন্ট হিসাবে সিগারেট ও ম্যাচ এস আর এর মাধ্যমে পাইকারি হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রদান করেন। গত বৃহস্পতিবার তারাগঞ্জ টেরিটরি পয়েন্ট অফিসে হিসাব নিকাশ শেষ করে লোকনাথ ভান্ডারের মালিক পরেশ সাহা রিম্ফল ও অফিসের ইনচার্জ আব্দুল কাইয়ুম অফিসে তালা লাগিয়ে রাত ১০টার দিকে বাসায় চলে যায়। গতকাল শুক্রবার অফিস বন্ধ থাকায় অফিসের পাশেই থাকা বাসার মালিকের স্ত্রী অফিসে তালা ভাঙ্গা দেখে অফিসের ইনচার্জ কাইয়ুমকে জানালে অফিসে এসে দেখতে পারেন অফিসের তালা ভেঙ্গে অফিসে রাখা ৭ ডোব মেরিস সিগারেট (৭০ হাজার ৩০০) ও লকারের তালা ভেঙ্গে প্রায় ৯০ হাজার টাকা চোরেরা বৃহস্পতিবার রাতের যে কোন সময় চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় লোকনাথ ভান্ডারের মালিক পরেশ চন্দ্র সাহা রিম্ফল গতকাল শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে চুরির ঘটনায় তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারাগঞ্জ থানার এস আই মেহেদী হাসান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।