
তারার আলো খবর:-
রংপুরের তারাগঞ্জে দুই কৃষকের বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বাঙ্গালীপুর গ্রামে সোমবার গভীর রাতে এ গরু চুরির ঘটনা ঘটে।
এ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত সোমবার রাতে ওই বাঙ্গালীপুর গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক(৪৭) ও তার ভাতিজা কৃষক মোস্তাফিজুর রহমান(৩৩) তাদের পালিত গরু নিজ নিজ গোয়ালঘরে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।
ওই দিন রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে কৃষক আবু বক্কর সিদ্দিকের দুইটি দেশীয় জাতের গাভী ও একটি (এঁড়ে) গরু এবং কৃষক মোস্তাফিজুর রহমানের দুইটি গাভী চুরি করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৭মে) সকালে ওই দুই কৃষক পরিবারের লোকজন তাদের গরু চুরির বিষয়টি নিশ্চিত হন।
তারাগঞ্জ থানার এস আই ও কুর্শা ইউনিয়নের বিট অফিসার মমতাজ আলী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কৃষকের বাড়িতে গিয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে এবং গরু চোরদের ধরতে ও গরু পাঁচটি উদ্ধারের চেষ্টা চলছে।