
তারার আলো খবর :
সারাদেশের ন্যায় শুক্রবার (১৬ই ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের নানান আয়োজনে বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি পান উপলক্ষ্যে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, স্কাউটস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ্রগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও পৃথকভাবে বিজয় দিবসের ভাষণ দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলন উড়িয়ে কুচকাওয়াজ,
ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন । সন্ধ্যায় কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বিজয় দবিস পালনের সমাপ্তি ঘটে।