
তারার আলো খবর:-তারাগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননীকে যৌতুকের কারনে নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়েরকৃত মামলার প্রধান আসামী পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বর)তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে,আটককৃত ওই যুবকের নাম রমজান আলী(৩১)। তিনি উপজেলার পলাশবাড়ি গ্রামের আব্বাস আলীর পুত্র। যুবক রমজান আলী প্রায় ৫ বছর আগে পার্শ্ববর্তী গংগাচড়া উপজেলার উত্তর পানা পুকুর মালিকের বাজার গ্রামের নুরুল হকের মেয়ে মেরিনা আক্তার(২৫) কে বিয়ে করেন।
বিয়ের পরে ওই দম্পতির দুটি সন্তান হয়। বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবীতে রমজান আলী প্রায় সময়েই তার স্ত্রী মেরিনাকে নির্যাতন চালিয়ে আসতেন। এক পর্যায়ে গত ৩১ আগষ্ট দুপুরে মেরিনার নিকট তার স্বামী রমজান আলী ও তার পরিবার আবারো যৌতুকের ওই ২ লাখ টাকা দাবী করেন।
এ টাকা দিতে অস্বীকার করলে মেরিনাকে নির্যাতন চালিয়ে বেধরক মারপিট করা হয়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা না হওয়ায় মেরিনা বেগম বাদী হয়ে স্বামী রমজান আলীকে প্রধান আসামী করে ৭ জনের বিরদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় একটি মামলা করেন যাহার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২১ ইং।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই শ্যামল রায় জানান, রবিবার ভোর প্রায় ৫টায় এ মামলার প্রধান আসামী রমজান আলীকে তার বাড়ি থেকে আটক করার পর ওই দিনেই আদালতের মাধ্যমে তাকে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামীদের আটক করার চেষ্টা চলছে।