তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে ট্রাক উল্টে যায়

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা দিয়ে ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক ভোর ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজনের পূর্ব মাথায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রাক তারাগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্বদিকে ক্যানেলের ব্রীজ অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে ট্রাকটি মহাসড়কের সড়ক বিভাজনে ধাক্কা দিলে সড়কের দক্ষিণ ধারে কাত হয়ে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মহাসড়কের ধারে ট্রাকটি উল্টে পড়ায় সামান্য বিঘ্ন ঘটলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান বলেন, ট্রাকটি উল্টে যাওয়ার সাথে সাথে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।